প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৮ জনকে আটক করেছে। গত ২৬ ফেব্রæয়ারি সকাল হতে ২৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন,পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই শেখ মোঃ সাইফুল আলম,এসআই আবুল কালাম,এসআই স্বপর কুমার, এসআই দূর্লভ চন্দ্র,এএসআই হারুন,এএসআই কাশেম,এএসআই সঞ্জয় রায়,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন,শামসুুল আলম,পিতা- মোঃ হোসেন,সাং- ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ হোসেন প্রঃ মাছন,পিতা- মৃত আবুল হাশেম,সাং-কুতুবদিয়া পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,সিরাজ উল্ল্হা,পিতা-আব্দুর শুক্কুর,সাং-খুরুশকুল ডেইল পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,কামাল হোসাইান,পিতা-আব্দুল লতিফ,সাং-মাচনী পাড়া ইউপি,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার,শফিকুল ইসলাম,পিতা-মোঃ কাশেম,ফুলের ডেইল,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার,সাইফুল ইসলাম,পিতা- সৈয়দ কাশেম,সাং-ইসলামাবাদ পশ্চিম পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,নজরুল ইসলাম,পিতা-নুরুল ইসলাম,সাং-নতুন জেল গেইট,থানা ও জেলা-কক্সবাজার,শহিদুল ইসলাম,পিতা- মোহাম্মদ উল্লাহ,সাং-মধ্যম বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ মোক্তার আহম্মদ,পিতা-মোঃ আলম,সাং-খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ সৈয়দ আলম,পিতা-মৃত দিল মোহাম্মদ,দক্ষিন লারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার,করিম,পিতা- মৃত আমির হাকিম,সাং-লিংক রোড় বিসিক শিল্প এলাকা,থানা ও জেলা-কক্সবাজার,শামসুল আলম,পিতা- মোঃ হোসেন,সাং- পূর্ব ইউসুফেরখীল,থানা ও জেলা-কক্সবাজার,জামাল উদ্দিন,পিতা-মেহের আলী,সাং-মরিচার পাগলির বিল,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার,আবুল কালাম,পিতা- মোঃ ইসহাক,সাং- আলীর জাহাল কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার,রাশেদ উদ্দিন,পিতা-মৃত নুরুল ইসলাম,সাং-ডেইল পাড়া খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার,রমজান আলী,পিতা-কাদের,সাং- মধ্যম দক্ষিন পাড়া চৌফলদন্ডী,থানা ও জেলা-কক্সবাজার,নুরুল আবছার,পিতা- আব্দুল খালেক,সাং-উত্তর কুতুবদিয়া পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,রমজান আলী,পিতা- নুরুল ইসলাম,সাং- পশ্চিম লারপাড়া ইসলামাবাদ ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার,ফরিদুল আলম,পিতা-ছৈয়দ নুর,সাং-পিএমখালী ঘোনার পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-