র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক দুই

চট্টগ্রাম – কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

তারা হলেন- মোর্শেদুল আলম (২৫) ও মো. আব্দুল আজিজ (৩০)।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মইজ্যারটেক এলাকার অভিযান চালিয়ে আমির স্যানিটারি দোকানের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থাকা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

আটক মোর্শেদুল আলমের বাড়ি সাতকানিয়ার ছদাহা গ্রামে এবং আব্দুল আজিজের বাড়ি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা গ্রামে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মাশকুর।

আরও খবর