ডেস্ক রিপোর্ট – বাংলাদেশের টাঙ্গাইলে ২ মার্চ থেকে পক্ষকালব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া সম্প্রীতি-২০১৯ শুরু হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগতিার গুরুত্বপূর্ণ দিক এই মহড়া পাল্টাপাল্টি করে দুই দেশেই আয়োজন করা হয়। এ বছর অষ্টমবারের মতো মহড়াটির আয়োজন করা হচ্ছে।
ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও ইন্টারঅপারেবিলিটি জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে মহড়া সম্প্রীতির আয়োজন করা হয়।
জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় কাউন্টার ইনসারজেন্সি ও কাউন্টার টেরোরিজম পরিবেশে ট্যাকটিক্যাল লেভেল অপারেশন এই মহড়ার অন্তর্ভুক্ত থাকবে।
ট্যাকটিক্যাল লেভেল অপারেশনের ব্যাপারে পরস্পরিক সমঝোতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক আস্থা ও সহযোগিতা জোরদারের জন্য বৃহত্তর সাংস্কৃতিক আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা এই মহড়ার লক্ষ্য।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-