উখিয়ায় পত্রিকার হকারকে সম্মাননা

কায়সার হামিদ মানিক,উখিয়া

কক্সবাজারের উখিয়ায় মঙ্গলবার দুপুরে উপজেলা সংবাদপত্র হকার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর আলমকে উপহার ও সম্মাননা দিয়েছে  উখিয়া সংবাদ বিতানের মালিক।

দীর্ঘ এক যুগ ধরে সংবাদপত্র বিক্রি করে গণমাধ্যম কর্মীসহ সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন জাফর। গণমাধ্যমের প্রসারে ভূমিকা রাখায় তাকে উপহার ও সম্মাননা দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিনের উখিয়াস্হ স্টাফ রিপোর্টার  সরওয়ার আলম শাহীন, দৈনিক সমকালের উখিয়া প্রতিনিধি হানিফ আজাদ,উখিয়া সংবাদ বিতানের মালিক আমিন উল্লাহর ছেলে, প্রতিদিনের সংবাদ,দৈনিক পূর্বকোণ, কক্সবাজার প্রতিদিন পত্রিকার উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক,চ্যানেল সিক্স বাংলা টিভির স্পেশাল প্রতিনিধি ফারুক আহমদ প্রমুখ।

এ সময় হকার জাফর আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রি করছি। উপহার পেয়ে আমি আনন্দিত। আশা করি এমন উৎসাহমূলক আয়োজন করা হলে আমার মতো অন্য হকাররাও পত্রিকা বিক্রিতে উৎসাহিত হবে।

আরও খবর