কসমেটিকস কৌটা করে ৩০ হাজার ইয়াবা পাচারকালে জাহাঙ্গীর র‍্যাবের হাতে আটক

অনলাইন ডেস্ক – দিনাজপুরে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ হাজার ৪০০ টাকাসহ জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩, দিনাজপুর ইউনিটের কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গোপন তথ্য অনুযায়ী জানা যায় কসমেটিকস এর ক্রীমের কৌটার মধ্যে রক্ষিত মাদকের একটি বড় চালান ঢাকায় পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে র‌্যাব-১৩, দিনাজপুর এর একটি বিশেষ দল দুপুরে দিনাজপুর শহরের এসএ পরিবহনের সামনে প্রধান সড়কে অভিযান চালায়। অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৪০০ টাকাসহ জাহাঙ্গীর হোসেনকে আটক করে।  

আরও খবর