ইয়াবা নিয়ে উখিয়ার রোজিনা আটক

নিজস্ব প্রতিবেদক :

উখিয়া থানা পুলিশের হাতে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পালংখালীর চিহ্নিত ইয়াবা গডফাদার আব্দুল গনির স্ত্রী রোজিনা আক্তার (৩০) আটক হয়েছে।

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদারের একদল পুলিশ চিস্থিত ইয়াবা গডফাদার ও ইয়াবা সহ ৫ মামলার আসামি আসামি আব্দুল গনির বাড়ীতে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে আব্দুল গনি পালিয়ে গেলেও স্ত্রী রোজিনার শরীর ও বাড়ি থেকে ৪ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটক রোজিনার বিরুদ্ধে উখিয়া থানার মামলা দায়ের করা হয়েছে। পলাতক ইয়াবা গডফাদার আব্দুল গনিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

আরও খবর