চকরিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজারে মঙ্গলবার সকালে সোহাগ পরিবহনের একটি বাসে আগুনে লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার এজিএম মহিউদ্দিন কক্সবাজার জার্নালকে বলেন, সকাল সাড়ে ৯ টায় জিদ্দাবাজার এলাকার একটি বাসে আগুন লাগার খবর পেয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বাসটিতে যাত্রী ছিল না। তবে কেউ হতাহত হননি।
তিনি আরো বলেন, বেশ কয়েকদিন ধরে বাসটি এ জায়াগায় পার্কিং ছিলো। আগুনের সূত্রপাত জানতে তদন্ত করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-