কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার সুলতানপুরে মঙ্গলবার ভোরে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুই হাজার ২৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আহত মো. হারুন আদর্শ সদর উপজেলার মোহনের ছেলে।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইকবাল হোসেন জানান, সোমবার আদর্শ সদর উপজেলার কোটেশ্বর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হারুনকে আটক করা হয়। তার কাছ থেকেই ইয়াবার চালান আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বুড়িচং উপজেলার আদর্শগ্রামে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পরে আত্মরক্ষায় গুলি চালায় বিজিবিও। সুযোগ পেয়ে হারুনও মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেয়। এ সময় তার ডান পায়ের হাঁটুর নীচে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-