হঠাৎ দমকা হাওয়াঃ মহেশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বজ্রপাতে নিহত-১

মোহাম্মদ হোবাইব, মহেশখালী :

আকাশে হঠাৎ ঝড়ো হাওয়া বইছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে আকাশ কালো মেঘে ঢেকে গেছে। চারিদিক অন্ধকার হয়ে গেছে। ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ বাতাসের তীব্রতায় গ্রামীণ জনপদের গাছপালা ভেঙে পড়ছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গেছে। থেমে গেছে পথচারীদের পথচলা।

সকাল থেকে মহেশখালী প্রধান সড়কগুলোতে যানবাহনও তেমন চলছে না। দমকা হাওয়া ও বৃষ্টির কারণে আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।

কালারমারছড়ার বাসিন্দা ফারুক জানিয়েছে, হঠাৎ বাতাসের কারণে তাদের বেশ কিছু এলাকায় গাছপালা ভেঙে গেছে। গ্রামীণ মেঠো পথে পানি জমেছে। বাতাসের তীব্রতার কারণে কর্মমুখী মানুষগুলো ঘরে ফিরে গেছে।

মাতারবাড়ী থেকে সংবাদকর্মী ছালাম কাকলি জানিয়েছেন, হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির কারণে মানুষের চলাচল স্তিমিত হয়ে যায়। রিক্সা, টমটম, সিএনজিসহ আভ্যন্তরীণ সড়কে চলাচলরত ছোটখাটো যানবাহনগুলো চলছে না। সকাল সাড়ে নয়টা পর্যন্ত এমন অবস্থা দেখা গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের লবণের মাঠ মিষ্টি পানের বরজ।

হঠাৎ করে আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮ টার সময় মুহুর্তের মধ্যে পুরু আকাশ অন্ধকার হয়ে যায়। শুরু হয় মৌসুমী বায়ু ৫ মিনিটের বাতাসে মহেশখালী উপজেলার হোয়ানক, শাপলাপুর, কালারমারছড়া, ছোট মহেশখালী, বড় মহেশখালী ইউনিয়নে পানের বরজ লবন চাষিদের ব্যাপক ক্ষতি হয় যা কোটি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে হোয়ানক বড় ছড়া গ্রামের পান চাষী আব্দুল মালেক,শামশুল আলম,মোঃ শরিফ সহ অনেকের পানের বরজ মাটিতে পড়ে গেছে। মাতারবাড়ীতে বিভিন্ন গ্রামের কয়েকটি কুটির ঘর বাতাসে উপড়ে গেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

মাতারবাড়ীর চেয়ারম্যান মাস্টার মোঃ উল্লাহ বলেন, হঠাৎ ঝড়ো হাওয়াতে আমার এলাকার কয়েকটি বাড়ি উপড়ে গেছে বলে শুনেছি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এদিকে বজ্রপাতে কেড়ে নিল এক শিশুর প্রাণ। নিহত শিশুর নাম মোহাম্মদ রাজিব (১১)। নিহত শিশু হোয়ানক কেরুনতলী এলাকার মফিজুল আলম ও ছকিনা বেগম এর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন বজ্রপাতে নিহত শিশুটি লবনের মাঠে যাওয়ার সময় মইগ্যাঘোনা নামক স্থানে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম বলেন, হঠাৎ দমকা হাওয়ায় মহেশখালীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হোয়ানক কেরুনতলী এলাকায় বজ্রপাতে এক শিশুর নিহত হয়েছে বলে শুনেছি।

আরও খবর