হাজারো নেতাকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত নৌকার প্রার্থী জুয়েল

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে কক্সবাজার বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

নৌকার টিকেট পাওয়ার পর কক্সবাজার আসার খবর পেয়ে নেতাকর্মী-সমর্থকরা তাকে ফুলেল সংবর্ধনা জানাতে বিমানবন্দরে ছুটে যান। বিকেল ৩ টার পর থেকে বিমানবন্দর এলাকায় বাড়তে থাকে মানুষের স্রোত। বিকেল ৫ টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এসময় হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

কক্সবাজার বিমানবন্দর হতে কক্সবাজার পৌর শহরে ঢুকার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে হাজারো ভক্ত ও সমর্থকেরা অভিনন্দন জানান। এ সময় সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জুয়েলও তাদের শুভেচ্ছা ও অভিবাদন জানান। এ সময় কায়সারুল জুয়েল সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে জয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করা আহবান জানান।

জননেতা কায়সারুল হক জুয়েল ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি এ.কে.এম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র।

২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে কক্সবাজার সদর উপজেলা পরিষদে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয় জুয়েল।

আরও খবর