কক্সবাজার থেকে লবণ বোঝাই ট্রাকে ইয়াবা পাচারঃ র‍্যাবের হাতে আটক-৩

ডেস্ক রিপোর্ট – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লবণবোঝাই ট্রাক থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন- ফজুল (৪৫), শ্যামল হাওলাদার (৪২) ও সাদ্দাম হোসেন (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার কক্সবাজারের টেকনাফ থেকে একটি ট্রাক লবণ নিয়ে রাজধানীর মিরপুর আসছিল। ইয়াবা পাচারকারিরা লবণের বস্তার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে রাজধানীতে চালান নিয়ে আসছিল। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় ট্রাকটি পৌঁছালে র‌্যাব চ্যালেঞ্জ করে ট্রাকটি আটক করে তল্লাশি করে। পরে তল্লাশি চালিয়ে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা র্দীঘ দিন ধরে ঢাকার কেরানীগঞ্জের এক ডিলারের ইয়াবা পরিবহন করে আসছে। তারা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত ইয়াবা পরিবহন করে থাকে।

আরও খবর