ইয়াবা ব্যবসা হারাম- আল্লামা শফি

টেকনাফ প্রতিনিধি :

‘ইসলামে মাদক ব্যবসা হারাম। কোন মুসলমানের সন্তান মাদক ও হারাম ব্যবসার সাথে জড়িত হতে পারেনা। ইয়া আল্লাহ যারা মাদকের সাথে জড়িত তাদের ফিরে আসার তৌফিক দান কর। বর্তমান সরকার কওমী সনদের স্বীকৃতি দিয়ে আমাদেও মূল্যায়ন করেছেন। আমরাও ভালমতে ছাত্রছাত্রীদের লেখা পড়া করাই। তারাও ভাল মত পড়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠুক’।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শায়খুল হাদিস আল্লামা শাহ্ আহ্মদ শফি সাবরাং বড় মাদরাসার ২দিনব্যাপী ৪৬তম বার্ষিক সভার প্রথম দিনে প্রধান অথিতির বক্তব্য শেষে মোনাজাতে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা সব সময় আল্লাহকে স্বরণ করি। আল্লাহ’র ইবাদত করি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করা যায়না। যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেন তারা কাফের, মুশরেক’।
সাবরাং দারুল উলুম বড় মাদরাসার মুহতামিম মাওঃ নুর আহমদের সভাপতিত্বে সাংবাদিক মুহাম্মদ জুবাইর ও ছাত্র হাফেজ আবদুর রহমান যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে তাকরীর পেশ করেন ফতেহপুর মাদরাসার পরিচালক মাওঃ মাহমুদুল হাছান ফতেহপুরী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী হুমায়ুন কবির, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী নজরুল ইসলাম, আলমগীর আজিজী, কক্সবাজারের মাওঃ কলিম উল্লাহ, মাওঃ ছৈয়দুর রহমান,মাওঃ তৈয়ব, মাওঃ আবদুল্লাহ, মাওঃ আবুল হাশেম মাওঃ রশিদ প্রমুখ।

আরও খবর