আগুন মানুষের জীবন থামিয়েছে, কিন্তু ঘড়িটা থামাতে পারেনি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুরান ঢাকার চকবাজারে লাগা ভয়াবহ আগুন ৭৬ জনের আদম সন্তানের জীবন থামিয়ে দিয়েছে। শোকাবহ একুশের রাতে আর একটি একুশের জম্ম দিয়েছে। এ অগ্নিকান্ডের অনেক বিভৎস ছবি গণমাধ্যমের কল্যাণে মানুষের দৃষ্টি কেড়েছে। এগুলো দেখে অনেকেই চোখের পানি সংবরন করতে পারেনি। ছবি দেখে দাগ কেটেছে অনেকের মনে। এরকম একটি ছবিতে দেখা যায়-একজন আগুনে দগ্ধ হয়ে তার হাতের সমস্ত চামড়া পুড়ে ভীবৎস হয়ে গেছে।দগ্ধ হাতটি দেখে মনে হয়েছে-হাতটি একটানা কয়েকদিন ধরে জলন্ত আগুনে সিদ্ধ হয়েছে। পবিত্র হাদিস শরিফে বলা হয়েছে-আজরাইল ফেরেস্তা যখন একজন মানুষের প্রাণ দেহ থেকে বের করে ফেলবে-তখন একটি জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া খুলে নিলে যেমন কষ্ট পায়, আজরাইল ফেরেস্তা মানুষের প্রাণ দেহ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় সেরকম ভয়াবহ কষ্ট অনুভব করে থাকে। এই ডাইনী আগুন মানুষটির জীবন থামিয়ে দিয়েছে, কিন্তু তার হাতের ঘড়িটির কাটাকে থামাতে পারেনি। ২০ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে দশটার দিকে আগুনের ভয়াবহতা দেখা গেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণহীন দগ্ধ মানুষটিকে যখন রাত ১ টা ২৫ মিনিটে উদ্ধার করে তখনো তার বাম হাতের ঘড়িটি চালু ছিল। নিষ্ঠুর আগুন মানুষটির জীবন থামিয়ে দিয়েছে কিন্তু তার ঘড়িটিকে থামাতে পারেনি।

আরও খবর