বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলম নিহত হওয়ার জের!!

টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত হওয়ার জের: রোহিঙ্গা সন্ত্রাসীদের তান্ডবে নিহত-১, গুলিবিদ্ধ-১

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের শালবাগান এলাকায় রোহিঙ্গা দূবৃর্ত্তরা তান্ডব চালিয়েছে। এই স্বশস্ত্র গুলিতে পল্লী চিকিৎসক হামিদ ও কমিটি হাসান নামে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে মুমূর্ষ অবস্থায় হাসানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পল্লী চিকিৎসক হামিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা পৌনে ৭টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের একদল স্বশস্ত্র রোহিঙ্গা গ্রæপ
অস্ত্রের মুখে জিম্মি করে শালবাগানে নিজ ডিসপেনসারীতে কর্মরত অবস্থায় নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোছনের পুত্র ডাঃ হামিদ (৪১) কে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। রাত ৯টারপর পল্লী চিকিৎসক গুলিবিদ্ধ হামিদের মৃতদেহ উদ্ধার করেন।

এই ব্যাপারে ডাঃ হামিদের বোন তাসনিম ও স্ত্রী ফাতেমা জানান, সন্ধ্যায় কোন কারণ ছাড়াই রোহিঙ্গা দূবৃর্ত্তরা পল্লী চিকিৎসক (ডাঃ) হামিদকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। রাতেই তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হলে হৃদয় বিদারক দৃশ্যের সুত্রপাত হয়।

অপরদিকে একই সময়ে সি-ব্লকের মোঃ সালামের পুত্র হাসান আলী (৩২) প্রকাশ কমিটি হাসানকে ধরে পাহাড়ের পাদদেশে নিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে হাসান আলীর শরীরে ২টি বুলেট বিদ্ধ হয়। স্থানীয় রোহিঙ্গা ও ক্যাম্পে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে মূমুর্ষ হাসানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ পরিদর্শক আব্দুস সালাম,হাসানের ডান ও বাম হাতে গুলিবিদ্ধ হয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণের পর রাতেই পল্লী চিকিৎসক হামিদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও খবর