ডেস্ক রিপোর্ট – জয়পুরহাটের পাঁচবিবিতে প্রায় দেড় হাজার ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাগজানা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী মোছা. মর্জিনা খাতুন (৪০) ও তার ছেলে মো. আনোয়ার হুসাইন (২৪)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল বিকাল ৪টায় ওই বিদ্যালয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মা মর্জিনা ও ছেলে আনোয়ারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪৬৫ পিচ ইয়াবা ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ইয়াবা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো বলে স্বীকার করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছেও তারা মদক বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-