উখিয়ার সড়ক যোগাযোগে চলছে নৈরাজ্য

উখিয়ায় যাত্রী জিম্মি করে ভাড়া আদায়ের অভিযোগ

কক্সবাজার জার্নাল ডটকম :

এদেশে রোহিঙ্গা আশ্রয়ের পর থেকে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় সুযোগ গ্রহণ করছে পরিবহন শ্রমিকরা। শ্রমিক সংগঠনগুলো ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানা হচ্ছে না। বেপরোয়া এসব যানবাহন শ্রমিকেরা যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

পরিবহন সংগঠন সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে উখিয়া পর্যন্ত প্রতি যাত্রীর বিপরীতে ভাড়া নির্ধারণ করা হয়েছে। উখিয়া থেকে বালুখালী ২০টাকা, বালুখালী হতে পালংখালী পর্যন্ত মাথাপিছু ২০ টাকা হারে সি.এন.জি ভাড়া নেওয়ার নিয়ম থাকলেও সি.এন.জি অটোরিক্সা,টমটম ও ছাড়পোকা চালকেরা এসব নিয়মনীতি তোয়াক্কা করছে না বলে যাত্রী সাধারণের অভিযোগ।

ভুক্তভোগীরা ইউএনও বরাবরে অভিযোগ করে জানিয়েছেন, কয়েকটি ভাগে বিভক্ত উখিয়ার পরিবহন সেক্টরে চলছে চরম নৈরাজ্য ও বাড়তি ভাড়া আদায়ের মত অনৈতিক ঘটনা। তারা সংগঠনের দাপট দেখিয়ে তিন চাকার এসব পরিবহন শ্রমিকেরা যাত্রীদের নিকট থেকে জোর করে তিনগুণ ভাড়া আদায় করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বেশ কিছু তিন চাকার গাড়ির চালক জানিয়েছেন, রিজার্ভ যাত্রী ছাড়া তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন না।

কিন’যাত্রীরা বলছেন অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে উচ্চবাচ্য করলে তাদের হাতে নাজেহাল হতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ে একের পর এক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স’ানীয় পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বলেন যেখানে সেখানে গাড়ি পার্কিং করার কারণে পথচারী, যাত্রী, ছাত্রছাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছে। এমনকি সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুও ঘটনাও ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে তিনি পরিবহন মালিক শ্রমিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দেন এবং যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজর টেকনাফ সড়কে ভারি যানবাহন চলাচলের উপর প্রসাশন নিষেধাজ্ঞা জারি করলেও তা মানা হচ্ছে না। যে কারণে সড়কে দূর্ঘটনা বেড়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট।

এ ব্যাপারে উখিয়া ট্রাক মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান জানান রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে মালামাল নিয়ে ভারি যানবাহনগুলো ক্যাম্পে প্রবেশ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান সড়কে যানজট, সড়ক দুর্ঘটনা ও যেখানে সেখানে গাড়ি পার্কিং করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গত আইনশৃঙ্খলা কমিটির সভায় গৃহীত হয়।

আরও খবর