মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমুরা নিবাসী এডভোকেট আবদুর রশিদ (৮০) শুক্রবার ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫ টায় কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে মরহুম ৪ পুত্র, ২ কন্যা ও ১ স্ত্রী সহ অনেক গুনগ্রাহী রেখে যান। প্রবীন আইনজীবী মরহুম আবদুর রশিদ কক্সবাজারস্থ উখিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সহ অনেক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। শুক্রবার ২২ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের জামাতা এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-