মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার বিচারবিভাগ ও জেলা প্রশাসনে একই পরিবারের মেধাবী তিন জন সদস্য গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তাঁরা হলেন-কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার জেলা জজশীপের সিনিয়র সহকারী জজ আলাউল আকবর ও কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসারের আপন ছোট ভাই হচ্ছেন-সিনিয়র সহকারী জজ আলাউল আকবর। এই আপন সহোদরের গর্বিত পিতার নাম আবুল কাশেম। তিনি নবীনগরের সর্বজন শ্রদ্ধেয় একজন গুনী শিক্ষক। তাঁদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মিরপুরে।
আর বিচারক আলাউল আকবরের সহধর্মিনী হচ্ছেন-কক্সবাজার চার নম্বর আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার তামান্না ফারাহ’র সাথে আলাউল আকবরের বিয়ে হয় ২০১০ সালের ৭ মে। আলাউল আকবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মান সহ কৃতিত্বের সাথে এল.এল.এম ডিগ্রী লাভ করেছেন।
তামান্না ফারাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দশম ব্যাচের ছাত্রী ছিলেন। মেধাবী তামান্না ফারাহ সম্মান সহ এল.এল.এম পাশ করেছেন রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে। ২০১০ সালে জুডিসিয়াল সার্ভিস কমিশনে চতুর্থ ব্যাচে দু’জনই কৃতিত্বের উত্তীর্ণ হয়ে একই সাথে সহকারী জজ পদে চাকুরী জীবন শুরু করেন। সিনিয়র সহকারী জজ আলাউল আকবরের জম্ম ১৯৮২ সালের ২৪ মার্চ। চাকুরী জীবনের প্রথম স্টেশন মৌলভীবাজার জেলা।
২০১৬ সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ বিচারালয় থেকে কক্সবাজার জজশীপে যোগ দেন। প্রায় একই সময়ে তাঁর সহধর্মিনী তামন্না ফারাহও কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যোগ দিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কক্সবাজার-৪ নম্বর (সদর) আদালতের বিচারকের দায়িত্ব পান। আলাউল আকবর এবং তামান্না ফারাহ বিচারক দম্পতির মুকুট ও নুসাইবা নামক ফুটফুটে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। সিনিয়র সহকারী জজ আালাউল আকবরের বড় ভাই ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র ভাসুর কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসারুল আফসার কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিবিএ (সম্মান) এমবিএ ডিগ্রী অর্জন করেছেন। অষ্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন। আশরাফুল আফসার ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসে উত্তীর্ণ হয়ে জনপ্রশাসনে যোগ দেন। ২০১৮ সালের ১৭ মে বিসিএস প্রশাসন প্রশিক্ষণ একাডেমীর রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদারের একান্ত সচিব হতে বদলী হয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগ দেন।
আশরাফুল আবসার কক্সবাজার জেলা প্রশাসনে প্রথমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসাবে এবং বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে কর্মরত আছেন। আশরাফুল আফসার ২০১৮ সালের ২৫ অক্টোবর সরকারের উপসচিব হিসাবে পদোন্নতি লাভ করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব) ও কক্সবাজার জেলা জজশীপের সিনিয়র সহকারী জজ আলাউল আকবরের আপন আরেক ভাই রাঙ্গামাটি জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-