কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ২

আবদুল্লাহ আল আজিজ :

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের বাসিন্দা আলী আহমদের ছেলে রহিম উল্লাহ (৩২) ও হোয়াইক্যং এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে সৈয়দ আহমদ (৫৫)।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং এলাকা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নব-গঠিত র‌্যাব-১৫ এর একটি টিম অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর