৩০ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজারের শাহজালাল ও সাইফুল ডিবির হাতে আটক

চট্টগ্রাম – নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজারের রামু উপজেলার চকমারকুল এলাকার অছিয়র রহমানেরে ছেলে মোহাম্মদ শাহজালাল (২৬) ও একই এলাকার মো. ইসহাকের ছেলে সাইফুল (২০)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘কক্সবাজার থেকে কাভার্ডভ্যানে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘একই কাভার্ডভ্যানে করে এর আগেও তারা কয়েকবার ঢাকায় ইয়াবা নিয়ে গেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।’

আরও খবর