স্বামীকে বেঁধে রেখে ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তারা

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে তার চোখের সামনেই ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ওই বৃদ্ধা বাদি হয়ে রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- নগরীর শাহমখদুম থানাধীন খিরশিন টিকর মহল্লার মোহাম্মদ বাবুর ছেলে তুষার আলী (১৯) ও সিলিন্দা মহল্লার জহিরুলের ছেলে শিমুল হাসান (১৮)।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রোববার রাত থেকে তুষার ও শিমুল নগরীর চৈতিরবাগান এলাকায় ওই বৃদ্ধার বাড়ির পাশে ওঁৎ পেতে ছিলেন। এরপর সোমবার ভোরে বৃদ্ধ স্বামীকে ঘরের মধ্যে বেঁধে রেখে তার চোখের সামনেই বৃদ্ধাকে ধর্ষণ করে পালিয়ে যান তারা। এরপর বৃদ্ধা তার স্বামীর বাধঁন খুলে দেন। পরে সকালে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন তিনি। মামলার পর অভিযান চালিয়ে সোমবার বিকেলে তুষার ও শিমুলকে গ্রেফতার করে পুলিশ। 

তিনি আরও বলেন, দুই যুবক ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর