টেকনাফে কড়াকড়ির মাঝেও থেমে নেই ইয়াবা পাচার: কোস্টগার্ডের অভিযানে আটক-১

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :

বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনে দায়িত্বরত সদস্যদের অভিযানে বেশ কিছু ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

জানা যায়,গত ১৮ ফেব্রুয়ারী রাত পৌনে সাড়ে ১১টার দিকে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সদর ইউনিয়ন কেরুনতলি এলাকা টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রী একটি লোকাল গাড়ীতে তল্লাশী চালিয়ে ৫শত পিচ ইয়াবাসহ মাঈনুদ্দিন (১৮) নামের একজন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

সূত্রে জানা যায়,১৯ ফেব্রুয়ারী সকালে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর