একাদশ জাতীয় নির্বাচন রেকর্ডে রাখার মতো, বললেন সিইসি

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সোমবার দাবি করেছেন, একাদশ জাতীয় নির্বাচন এমন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে যে তা রেকর্ডে রাখার মতো। একাদশ সংসদ নির্বাচন এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে যে এর চিত্র রেকর্ডে রাখার মতো। আমি এটা প্রকাশ্যে দাবি করতে পারি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

সিইসি রাজধানীর নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন।

২০১৮ সালের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন সিইসি।

তিনি সিটি নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশ দেন।

নুরুল হুদা বলেন, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় এবং তা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি উপনির্বাচনে অনেক কাউন্সিলর প্রার্থী থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে বিষয়ে বাহিনীগুলোকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তরের মেয়র পদে এবং দুই সিটির নতুন ১৮টি করে মোট ৩৬টি কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।

সভায় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং পুলিশ, র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর