কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১২ মামলার আসামী নেজাম গ্রেফতার

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিরিচ ও লোহার পাইপসহ কুখ্যাত ডাকাত ও ১২ মামলার আসামী নেজামউদ্দিন র‌্যাবের হাতে ধরা পড়েছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজারস্থ নবগঠিত র‌্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়।

আটক যুবক মো. নেজাম উদ্দিন (৩২) মহেশখালীর উত্তর নলবিলার মো. উলা মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ এর কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সৈকতের ঝাউবনে অভিযান চালিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও আরো ৪/৫ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। পরে আটক যুবকের দেহ তল্লাশী করে ২ টি কিরিচ এবং ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুন, ডাকাতিসহ বিভিন্ন আইনে মোট ১২ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মামলা রুজুর পর গতরাতে তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, কুখ্যাত ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারী নেজামউদ্দিনকে গ্রেফতারের জন্য তাকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ।

আরও খবর