উখিয়ায় র‌্যাবের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবা সহ ৩ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদক :

নব গঠিত র‌্যাব-১৫ এর পৃথক টীম অভিযান চালিয়ে ১৫ হাজার ৬’শ পিস ইয়াবা সহ ৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে। কক্সবাজারের উখিয়া উপজেলার শিলের ছড়া ও পানবাজার এলাকায় ১৮ ফেব্রুয়ারী এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান জানান, নবগঠিত র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া থানাধীন পানবাজার এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের আভিযানিক দল ৫ হাজার পিস ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেন। আটককৃতরা হলেন, নূর আলম (৪০), পিতা-মৃত আব্দুল হক ও মোঃ জিয়াবুল রহমান (৩১), পিতা-মৃত-মোঃ নবী। উভয় সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এফ/৪৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উদ্ধাকৃত ইয়াবার মূল ২৫ লক্ষ টাকা।

তিনি আরো জানান, ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার সময় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পানবাজার এলাকায় অভিযান চালান। এসময় র‌্যাবের অভিযানিক দল ১০ হাজার ৬ পিস ইয়াবাসহ ১ জন বলপূর্বক মিয়ানমার নাগরিককে আটক করেছে। আটককৃত মোঃ হামিদ হোসেন (৪০), পিতা-মোঃ আলী হোসেন, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-১-ঈ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উদ্ধাকৃত ইয়াবার মূল্য ৫৩ লক্ষ টাকা।

এব্যাপারে আসামীদের এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর