বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, যারা মাদক ব্যবসা করছেন। আমরা তাদের কোন ছাড় দেবো না। আমরা তাদের ছাড়বো না।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফ মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ আনুষ্ঠানে প্রধান আলোচকের ব্যক্তব্যে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, মাদক ব্যবসায়ীরা কখনো সাধারণ মানুষের চেয়ে শক্তিশালী হতে পারে না। আজ যে ১০২ জন আত্মসর্মপণ করেছে তাদের কথা শুনেন বুঝতে পারবেন। তারা কেমন আছেন।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তাদেরকে কঠোর বার্তা দিতে চাই, এখনো যারা এ ব্যবসায় আছেন। আপনাদের ছাড় নেই। আমরা আপনাদের ছাড়বো না। স্বর্ণ কমলে থাকার সুযোগ কখনো হবেনা৷ নাফ নদীর নৌকার নীচেই থাকতে হবে৷ পুলিশ আজ থেকে আরো জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন৷
তিনি বলেন, আপনারা যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আপনাদের পুর্নবাসনের ব্যবস্থা আমরা করবো।
পুলিশ প্রধান বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। আর কোনো ক্রমেই সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। তাতেও ব্যবস্থা হবে।
আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-