নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মাটি চাপায় ওমর ফারুক (১৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে থ্যাংখালীর হাকিম পাড়ার ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক গত বছর আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন।
উখিয়া থানার (ওসি-তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে হাকিম পাড়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে এক রোহিঙ্গার মৃত্যুর খবর পান। পরে সেখানে পুলিশের একটি দল পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় মাটির ভেতর থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-