তিনদিনের সফরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এখন কক্সবাজারে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শনিবার টেকনাফে ইয়াবাবাজদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আাসাদুজ্জামান খাঁন কামাল এমপি তিন দিনের সফরে কক্সবাজারে এসেছেন।

শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সকালে বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহিদুর রহমান সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি রোববার ১৭ ফেব্রুয়ারি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।

আরও খবর