ডেস্ক রিপোর্ট – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে শাহনাজ পারভীন (২৫) নামে এক যৌনকর্মীকে গলা কেটে হত্যা করেছে এক খদ্দের। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারী রনি মোল্লা (২২) নামের যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রনি মানিকগঞ্জের হরিরাম গ্রামের শওকত মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দকে যৌনপল্লীতে কল্পনা বাড়িওয়ালার বাড়িতে এ ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি যৌনকর্মী হত্যা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রনি নামের একজন খদ্দের শাহনাজের ঘরে ঢোকেন। কিছু সময় পর শাহনাজ চিৎকার করলে ঘাতক রনি ঘরের দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে যৌনকর্মীকে ঘরের মধ্যে গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় হত্যাকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-