মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন বিজিবির বিশেষ অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার পিচ মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মুল্য ১৩ কোটি ২০ লক্ষ টাকা হবে বলে ধারণা করেছে বিজিবির কর্মকর্তারা।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার একটি খামার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিশাল এই ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। স্থানীয়দের মতে এটি নাইক্ষ্যংছড়ি ও রামু পূর্বাঞ্চলের প্রথম সর্ববৃহৎ ইয়াবার চালান। বিজিবির সূত্রে জানান অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট অসাধু মাদক চোরাচালান কারবারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে শুক্রবার সকাল ১০ টায় বিজিবির দরবার হলে নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকদের সাথে এক সংবাদ ব্রিফিং কালে ১১বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ও বিজিবির ডিজি মহোদয়েরর নির্দেশ সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, কাঠ পাচার, অবৈধ অস্ত্র পাচারসহ যে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম রোধ ও অনিয়মের বিরুদ্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
সংবাদ ব্রিফিং কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মশিউর রহমান লিমন, সহকারী পরিচালক জামাল হোসাইন, সুবেদার মেজর, মনছুর আহম্মেদ, জোন জেসিও, সামীউল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (কাজল),প্রচার ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক আবদুর রশিদ প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-