উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় কিছু মাদকব্যবসায়ী ইয়াবা বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-৮ এর বাসিন্দা মো. ওসমানের ছেলে সোহেল (২১) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-১১ এর বাসিন্দা মো. সিরাজুল ইকবালের ছেলে মো. নূর হালিম (২২) গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ এবং সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা এনে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর