প্রেস বিজ্ঞপ্তি :
রাজধানীর লালবাগ ও নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এরা হলেন- ফতুল্লা’র মো. হৃদয় হাসান (২৩), মো. রবিউল আওয়াল (৩২), মো. রিয়াদ হোসেন (৩২) ও লালবাগের মো. স্বপন (২৬)।
বৃহস্পতিবার দিনে ও সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে রাত ১২টার দিকে এ তথ্য জানান র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।
তিনি জানান, ধলপুর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) ভারপ্রাপ্ত কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বীর নেতৃত্বে খানপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে ৭৫০টি ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় লালবাগ কোম্পানির কমান্ডার মেজর মো. আনিসুজ্জামানের নেতৃত্বে লালবাগ সরকারি মডের স্কুল অ্যান্ড কলেজের সামনে অপর অভিযানটি চালানো হয়। এ সময় ৫৪টি ইয়াবাসহ স্বপনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মাদক ব্যবসায় জড়িত
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-