নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট থেকে ২৪৯টি ইয়াবাসহ ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আশ্রিত রোহিঙ্গা নেতারা।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গা মাঝিরা তাদের ধৃত করে তুমব্রু বিওপিতে হস্তান্তর করেন। আটককৃত রোহিঙ্গারা হল- মামুনুর রশিদ (১৯), করিম (১৭), জহুর আলম (১৮) ও আলাউদ্দিন (১৬)। তাদের তুমব্রু বিওপি কমান্ডার মোঃ মজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুমব্রু কোনার পাড়া শরনার্থী শিবিরের রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদ জানান, প্লাস্টিক মোড়ানো ১৪৯টি ইয়াবাসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। যার বাজার দর প্রায় ৭৪ হাজার টাকা। তারা সবাই মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার বাসিন্দা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-