উখিয়ায় আইওএমের ত্রাণের মালের চাপায় রোহিঙ্গা নিহত

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারের উখিয়ায় ডিগ্রি কলেজ এলাকায় স্থাপিত ত্রাণ কেন্দ্রে মোহাম্মদ আনোয়ার (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মজুতকৃত মালামাল নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাসিয়া ক্যাম্পের মো. ইউনূছের ছেলে।
পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ত্রাণ কেন্দ্রে মজুতকৃত মালামাল নামানোর সময় হঠাৎ ওপরের অংশ ভেঙে পড়ে। এতে তিন রোহিঙ্গা শ্রমিক চাপা পড়ে।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ত্রাণ নামানোর সময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর