চট্টগ্রাম – চট্টগ্রামে ইমামতি ও শিক্ষকতা ছেড়ে ৬ হাজার ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
পেশায় মাদ্রাসায় কোরানের হাফেজ ও ইমাম ওমর ফারুক (৪৪) টাকার লোভে ইয়াবার কারবার করতেন বলে পুলিশ জানায়।
তিনি ঢাকার ধামরাই থানার বেংরোয়া ওমর ফারুকের বাড়ীর আলী আমজাদ হোসেনের ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় ওমর ফারুক অসংলগ্ন কথার্বাতা বলে। একপর্যায়ে সে ৬ হাজার ইয়াবা থাকার কথা স্বীকার করে।
তিনি বলেন, কক্সবাজারে সাগর নামে এক ব্যক্তি ওমর ফারুককে ইয়াবাগুলো দেয়। এসব ইয়াবা ঢাকায় নিয়ে গিয়ে সৈকতের কাছে হস্তান্তরের কথা ছিল। এভাবে প্রতিবার ইয়াবা নিয়ে গেলে ১৫-১৬ হাজার টাকা পায় ওমর ফারুক।
এ পর্যন্ত ৬ বার কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিতে ওমর ফারুক সক্ষম হয়েছে বলে তার বরাত দিয়ে পুলিশ জানায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-