কবর খুঁড়ে ১০টি কঙ্কাল চুরি, ছড়িয়ে-ছিটিয়ে আছে লাশের অঙ্গ-প্রত্যঙ্গ!

ডেস্ক রিপোর্ট – জামালপুরের মেলান্দহে মাদ্রাসা-মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পৌর এলাকার শাহজাদপুর কবরস্থানে মঙ্গলবার গভীর রাতে কঙ্কাল চুরির এ  ঘটনা ঘটে।

সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের নজরে এলে কঙ্কাল চুরির ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সাবেক পৌর কাউন্সিলর জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কবর খুড়ে অর্ধগলিত লাশের কঙ্কাল ছাড়িয়ে চুরি করে নিয়ে যায়। কবরস্থানের আশপাশে ফেলে রেখে যায় বেশক’টি লাশের অর্ধ গলিত খন্ডাংশ, দুটি মারতুল, একটি ব্যাগ ও লাশের গলিত অংশ মাখা তাদের কাপড়-চোপড়। লাশের খন্ডাংশের দুর্গন্ধ কবরস্থানের আশপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর নজরে আসে।

এ খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুর কবরস্থানে উৎসুক জনতার ভীড় জমে। কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় আত্মীয়-স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কবর খুঁড়ার সরঞ্জাম, কাপড় ও ব্যাগ উদ্ধার করেছে।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর