ডেস্ক রিপোর্ট : চা আর সবুজ পাহাড়ে ঘেরা সিলেটের মৌলভীবাজারে সারা বছর জুড়েই ভ্রমণ পিপাসুদের দেখা যায়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও দেখা যায় মৌলভিবাজারের বিভিন্ন দর্শণীয় স্থানগুলোতে।
তবে এবার বিদেশি দুই পর্যটক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে বেড়াতে এসে যে কাজ করলেন তা দেশের মানুষের জন্য দৃষ্টান্ত ও অনুকরণীয় বলছেন সচেতনরা।
হামহাম জলপ্রপাতে বেড়াতে আবর্জনা পরিষ্কার করলেন দুই বিদেশি পর্যটক।
অথচ এসব বাংলাদেশি পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা।
মঙ্গলবার দুপরে জলপ্রপাতের আসপাশে আবর্জনা দেখে পরিষ্কার অভিযানে নামেন লুই ও ডিডারিক নামের দুই বিদেশি পর্যটক।
তাদের সঙ্গে থাকা ট্যুর গাইড শ্যামল দেববর্মা বলেন জানিয়েছেন, সুদূর নেদারল্যান্ড থেকে সবুজ বাংলাদেশ দেখতে এসেছেন।
তারা সেখানে গিয়ে দেখেন জলপ্রপাতের নিচে পড়া সুর্নিমল সচ্ছ পানিতে পলিথিন, চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল ভাসছে।
বিষয়টিতে তারা হতাশা ব্যক্ত করেন এবং এতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে বলে মন্তব্য করেন।
সবাই সেলফি তুলতে ব্যস্ত দেখে ওই দুই পর্যটক নিজেরাই নেমে পড়েন জলপ্রপাতের পানিতে।
শুরু করেন পরিচ্ছন্নতা অভিযান। প্রায় ঘণ্টাব্যাপী পরিশ্রম করেওসব প্লাস্টিক, পলিথিন, পানির বোতল সব তুলে জড়ো করেন তারা।
এরপর ওসব বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন তারা।
এ ঘটনাকে লজ্জাজনক মন্তব্য করে ইকো ট্যুর গাইড ও ভ্রমণবিষয়ক লেখক শ্যামল দেববর্মা বলেন, আমাদের দেশ আমরাই অসচেতনভাবে নোংড়া করছি অথচ দুই ভিনদেশি এসে আমাদের তৈরি বর্জ পরিস্কার করল। বিষয়টি আমাদের জন্য অনুকরণীয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-