আবারো মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচারের চেষ্টা ঠেকালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট – বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সোমবার (১১ ফেব্রুয়ারি) নৌকায় করে ২২ রোহিঙ্গা মুসলমানকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। গত তিন দিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়া এটি দ্বিতীয় দল।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) রোববার মিয়ানমার সীমান্তের কাছে বঙ্গোপসাগরের উপকূলে একটি গ্রামে ১১ জন মহিলা, ১০টি শিশু ও একজন পুরুষের দলটিকে দেখতে পায়।

মালয়েশিয়া যাওয়ার জন্য ২২ জনের দলটি পাচারকারীদের প্রায় ১,২০০ ডলারের সমপরিমাণ অর্থ দিয়েছে বলে জানা যায়। তাদেরকে নিয়ে যেতে একটি ছোট নৌকাও প্রস্তুত করা হয়। নিরাপত্তা বাহিনীর আগমণের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী নির্মূল অভিযান শুরু করলে সেখান থেকে পালিয়ে সাত লাখের বেশি মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

আগে থেকেই বাংলাদেশের কয়েকটি উদ্বাস্তু শিবিরে তিন লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

টেকনাফের বিজিবি কমান্ডার লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এএফপিকে বলেন, পাচারকারীরা উদ্বাস্তুদের কাছ থেকে যা পায় তাই নিয়ে নেয়।

এভাবে পাচারকারীদের খপ্পরে পড়ে অনেক তরুণী দেহব্যবসায় বাধ্য হয় বলেও উল্লেখ করেন তিনি।

আরও খবর