মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট – রাজশাহীর গোদাগাড়ীতে মতিউর রহমান মতি (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগরাম ঘুন্টি সাফিনা পার্ক সংলগ্ন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মতিউর রহমান মতি গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর রেলবাজার খেয়াঘাট এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। মতি থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মতিউর রহমান মতি দীর্ঘদিন ধরে নিজকে আইন শৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার মৃত্যু হতে পারে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের বিভিন্ন স্থানে গুলিসহ আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।

আরও খবর