মহেশখালীতে নৌ বাহিনীর কর্মকর্তার বাড়িতে তান্ডব ও গুলি বর্ষণ, আহত-১

মহেশখালী প্রতিনিধি :

মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোঃ শাহ ঘোনা গ্রামে বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তা সাহাব উদ্দিনের বাড়ি লক্ষ্য গুলি করে ছুঁড়েছে স্থানিয় একদল সন্ত্রাসীরা। ১১ ফেব্রয়ারী সোমবার রাত ৯ দিকে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বাড়ীর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিস পত্র ভাঙচুর স্বর্ণ অংলকার লুট করে নিয়ে যায়।

এসয় বাঁধা দিতে গেলে নৌ কর্মকর্তার মা মৃত শাহ আলমের স্ত্রী জুহুরা বেগম (৫৫) কে বন্দুকের নল দিয়ে ধাক্কা দিলে সে আহত হয়।

আহত জুহরা খাতুন জানান, আকস্মিক একদল লোক এসে বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। তারা কমপক্ষে ১০ রাউন্ড গুলি ছুঁড়ে। কিন্তু মাটির দেয়াল ভেদ করে গুলি ভেতর ঢুকেনি। পরে তারা দরজা ভেঙে বাড়ীর ভিতরে প্রবেশ করে তান্ডব চালিয়ে লুটপাট করে ও আমাকে আহত করে।

আহতের ছেলে কুতুব উদ্দিন জানান, কালারমারছড়া ফকির জুম পাড়া গ্রামের জেল ফেরৎ সন্ত্রাসী নব্য যুবলীগ আব্বাসের নেতৃত্বে জমির উদ্দিন, কানা বাদশাহ, রুহুল কাদের, নুরুল আমিন বাচ্চু, আবু বক্করসহ একদল সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনে ও রাতে অস্ত্রের মহড়া দিয়ে তান্ডব চালালো ও পুলিশ নির্রব দশকের ভূমিকা পালন করতেছে। পুলিশ এদের ধরছেনা। ফলে পুলিশের প্রতি ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

এসয় খবর পেয়ে কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলএমই বাংলাদেশ নৌ বাহীনীর সদস্য বর্তমান কুয়েত কোষ্টগাড ডিপুডিশন( মিশনে) কর্মরত সাহাব উদ্দিন মুঠোফোনে জানান, একদল সন্ত্রাসীরা আমাদের চাষের লবণের জমি থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেওয়ায় আমার বাড়ীতে হামলা করেছে। আমি দেশের প্রচলিত আইনে এ বিচারের দাবি জানাচ্ছি।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরো জানান, হামলাকারীরা তিন দলের বিভক্ত হয়ে তিন দিক থেকে তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সব হামলাকারীর হাতে ছিলো ভয়ংকর আগ্নেয়াস্ত্র।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বাংলাদেশ নৌ-বাহিনীর কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে তান্ডবের কথা শুনেছি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর