ডেস্ক রিপোর্ট- রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি ২০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার জাহানাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জাহানাবাদ এলাকার উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা (৪০), তার মেয়ে মরিয়ম খাতুন (১৪) এবং একই এলাকার মনসুর রহমানের ছেলে আল আমীন (২৪)।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কথা জানিয়েছে র্যাব।
রাত ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বিকেলে জাহানাবাদ এলাকার মাদক ব্যবসায়ী উজ্জলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৫ প্যাকেটে ২ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র ও দুটি মোবাইল সেটও জব্দ করে র্যাব।
র্যাবের দাবি, গ্রেফতাররা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-