লিংরোড়ে টমটমের ধাক্কায় শিশু নিহত

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার শহরতলীর লিংকরোড়ে টমটমের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে বাংলাবাজার ব্রীজের পাশে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস লিংকরোড উত্তর মুহুরীপাড়া এলাকার মোহাম্মদ জানে আলমের কন্যা ও মুহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী।

নিহত শিশুর বড়ভাই মো. ফারুক হোসেন জানান, সকালে উঠে প্রতিদিনের মতো খেতের শাক বিক্রি করতে বাজারে যাচ্ছিল জান্নাতুল ফেরদৌস। পথিমধ্যে বাংলাবাজার ব্রীজের কাছে আসলে একটি সবজি বোঝাই টমটম তাকে ধাক্কাা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত খায়রুজ্জামান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করেই লাশ দাফনের অনুমতি দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

আরও খবর