গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় মাদক ও মানব পাচারে এখনো যারা জড়িত তাদেরকে আইনের আওয়াতাই নিয়ে আসার পাশাপাশি অত্র উপজেলার আইন-শৃংখলা ভাল রাখাসহ চলমান অভিযানকে আরো বেগবান করতে আর কি কি প্রদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই সমস্ত বিষয়ের উপর সবার মতামত গ্রহন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ,(ওসি অপারেশন) শরিফ ইবনে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জহির হোসেন এমএ, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব সোনা আলী,টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান বৃন্দ।
সভায় অত্র এলাকায় বসবাসরত অসাধু রোহিঙ্গাদের নানা অপকর্মের কথা তুলে ধরা হয়। পাশাপাশি মাদক ও মানব পাচারসহ সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন,হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম, সাংবাদিক গিয়াস উদ্দিন (ভুলু) প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
এদিকে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে (ওসি) প্রদীপ কুমার দাশ হুশিয়ারী কন্ঠে বলেন যারা এখনো মাদক পাচারে জড়িত এবং মাদকের তালিকায় নাম থাকার পরও এখনো ঘুরা ফিরা করছেন এখনো সময় আছে আত্মসমর্পন প্রক্রিয়া চলে যান। তা নাহলে আমরা আপনাদের যে কোন মুহুর্তে গ্রেফতার করতে বাধ্য হব।
তিনি আরো বলেন ইয়াবা কারবারে জড়িত যত বড় ক্ষমতাবান ব্যাক্তি হোক না কেন মাদক বিরোধী চলমান অভিযান থেকে কেউ রেহাই পাবেনা। পাশাপাশি সীমান্ত জনপদ পর্যটন নগরী টেকনাফ পৌর শহরকে সুন্দর ও পরিষ্কার পরিছন্ন রাখার পৌর কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবী জানান। মাদক ও মানব পাচার প্রতিরোধে আরো সফলতা অর্জন করার জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সবাইকে দেশপ্রেম বুকে ধারন করে সঠিক তথ্য দিয়ে ঐক্যবদ্ধ ভাবে সহযোগীতা করার আহবান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-