বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোববার রাতে মোমবাতির আগুনে পুড়ে রশিদা বেগম প্রকাশ রশিদা পাগলী নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রশিদা বেগম উপজেলার উত্তর বাইশারীর বাসিন্দা। মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। দিনে ভিক্ষা করতেন, কখনো কখনো ধ্যানে পড়ে থাকতেন।
ইউপি সদস্য নুরুল আজিম বলেন, রশিদা বেগমের ঘরে ধোঁয়া উড়তে দেখে তার আত্বীয়-স্বজনরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। বাড়িটি অক্ষত থাকলেও ভেতরের সব আসবাবপত্র পুড়ে গেছে।
রশিদার বড় বোন জোবেদা বেগম বলেন, মানসিক সমস্যা হওয়ায় তার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিতো না। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে রাতে বাড়ি ফিরতো এবং ঘরের দরজা বন্ধ করে চারিদিকে মোমবাতি, আগরবাতি জ্বালাতো। এরপর উত্তর দিকে উপুড় হয়ে চিৎকার করতো। এছাড়া খাবারে কেরোসিন মিশিয়ে খেতো।
বাইশারী তদন্ত কেন্দ্রের ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত হয়। তিনি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান এবং পরে আগুনে পুরো শরীর ঝলসে যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-