ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনশ’ পিস ইয়াবাসহ মো. শফিউল্লাহ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার ৮নং সোনাইছড়ি ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব।

গ্রেপ্তাকৃত মো. শফিউল্লাহ কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের টেংখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ওসি বলেন, ঢাকা উদ্দেশ্যে উপজেলার দক্ষিন সোনাইছড়ির ঘোড়ামারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে যাওয়ার পথে চেক পোষ্টে তল্লাশী চালিয়ে শফিউল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা সরণার্থী দাবি করেন। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

আরও খবর