
চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিকলবাহা এলাকায় শনিবার রাতে পিকনিক বাসে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন লক্ষীপুর জেলার সদর থানার চানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রুবেল হোসেন মনা, দালাল বাজার এলাকার হাসানুজ্জামানের ছেলে আমির হোসেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশুকুর রহমান বলেন, পিকনিকের গাড়িতে ইয়াবা পাচারের সময় কক্সবাজার থেকে নোয়াখালীগামী শাহী পরিবহনের বাস থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ টাকা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে যশোরগামী একটি পিকনিক বাসে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ছয়জনকে আটক করে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-