র‍্যাবের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ টেকনাফের নুর,পারভেজ,রাশেদ আটক

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে (র‌্যাব)-৭এর সদস্যরা অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

এসময় মাদক বিক্রির নগদ ৮হাজার ৯’শটাকা জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছেন, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার আব্দু জলিলের ছেলে নুর আলম (৩৫),পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মোঃ কাশেমের ছেলে মোঃআলম পারভেজ(২৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার নজির আহমেদের ছেলে রাশেদুল ইসলাম (১৮)।

র‌্যাব-৭টেকনাফ-ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব জানান, তারই নেতৃত্বে শুক্রবার রাতে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার শফিকের বাড়ীর সামনে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদে অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের দেহ তল্লাশি করে ১হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৮হাজার ৯’শটাকা পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫লাখ টাকা বলে জানান তিনি।

উদ্ধারকৃত মাদক বিক্রির নগদ টাকা ও ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

আরও খবর