চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত সেতুর উপরে পিকনিকের বাসের মধ্যে থেকে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি পিকনিক বাসে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাসটিতে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ বিষয়ে র্যাব চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম গণমাধ্যমকে জানান, টেকনাফ থেকে পিকনিক করতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। চট্টগ্রাম নগরীতে প্রবেশের সময় শাহ আমানত সেতুতে সেটি আটকে তল্লাশি করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, বাসের সিটের উপরে লাগেজ রাখার স্থানে ইয়াবা রেখে সেখানে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, পিকনিক বাসের অনেক যাত্রীই জানতেন না, সেখানে ইয়াবা আছে। কিন্তু যে ৬ জনকে আমরা আটক করেছি, তারা জানতেন বলে আমরা নিশ্চিত হয়েছি বলে জানিয়েছেন র্যাব চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-