বিপিএল ২০১৯

হারের কারণ জানালেন সাকিব

টানা তৃতীয়বার ফাইনালের ওঠে ঢাকা ডায়নামাইটস। প্রথম বার ফাইনালে উঠে শিরোপার স্বাদ গ্রহণ করে ঢাকা কিন্তু দ্বিতীয় বার রংপুরে কাছে হেরে শিরোপা হাত ছাড়া হয়ে যায় ঢাকা ডায়নামাইটসের।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ফাইনালে এসে ১৭ রানে হেরে যায় সাকিবের ঢাকা ডায়নামাইটস।

ম্যাচ শেষে সাকিব আল হাসান পরাজয়ের কারণ হিসেবে সাংবাদিকদের বলেন, ‘আপনারা যদি দেখেন আমার পর পর যে দুই আসরে হেরে গেছি তার মূল কারণ ছিলো বড় ইনিংস। এর আগের আসরে গেইল ১৪৬ রানের ইনিংস খেলেন আর আজকের ম্যাচে তামিম ইকবাল ১৪১ রানের ইনিংস খেলেন। আমার আমাদের মধ্যে আমি (সাকিব), নারিন, পোলার্ড, রাসেল এরা যদি ভালো করতে পারতাম তাহলে হয়তো জিততে পারতাম’

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ডাইনামাইটস: ১৮২/৯ ( ২০ ওভার)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯৯/৩ ( ২০ ওভার)।

টার্গেট: ২০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), আনামুল হক বিজয়, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, ওয়াহাব রিয়াজ, মাহেদী হাসান, সঞ্জিত সাহা।

ঢাকা ডাইনামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান, মাহমুদুল হাসান, শুভগতা হোম, রুবেল হোসেন, কাজী অনিক।

আরও খবর