গণিত পরীক্ষা দেওয়া হলো না লাভীবের !

শাহিদ মোস্তফা শাহিদ, সদর

কক্সবাজার সদরের ২নং পোকখালী ইউনিয়নের ইফতেখারুল আলম লাভীব নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে ইউনিয়নের পূূর্ব পোকখালী এলাকার ডাঃ নুরুল আলমের বড় ছেলে। ইফতেখারুল আলম লাবীব কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ স্কুল থেকে এবারের পরীক্ষার্থী দিচ্ছিল।

৮ ফেব্রুয়ারী রাতে লাভীব হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করে বলে জানান স্থানীয় বাসিন্দা জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট একরামুল হুদা।

পরিবারের বরাত দিয়ে পুর্ব পোকখালী এলাকার যুবক শাহেদ জানায়,লাভীব কক্সবাজার শহরে নানার বাড়ি থেকে লেখা পড়া করে আসছিল।আগামীকাল শনিবার তার গনিত পরীক্ষা রয়েছে।প্রতিরাতের ন্যায় গতকালও পড়া শেষ করে রাত আনুমানিক ১২ টার দিকে ঘুমিয়ে পড়ে।ভোরে ফজরের নামাজের জন্য একাধিক বার ডাকাডাকি করলেও সাড়া মেলেনি।নানার বাড়ির সদস্যরা মনে করছিল রাতে ঘুমানোর কারনে হয়ত উঠতে দেরী করছে মনে করে আর ডাকে নাই।ভোর পেরিয়ে সকাল ৮ টা পর্যন্ত না উঠায় সকলের সন্দেহ জাগে।পরে বুঝতে পারে লাভীব শেষ নিশ্বাস ত্যাগ করে। তার অকাল মৃত্যুতে পরিবার পরিজন,আত্বীয় স্বজন,শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

আরও খবর